প্রতিবেদন : মহারাষ্ট্রে বিজেপির সাংসদ-বিধায়ক দম্পতি নবনীত রানা ও রবি রানাকে ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নবনীত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের সামনে হনুমান চালিশা পাঠের হুমকি দিয়েছিলেন। যার জেরে তাঁকে ও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। এই ইস্যু ঘিরে বিজেপি অশান্তির তাস খেলছে। এবার পালটা রাজনৈতিক চাল দিল উদ্ধব সরকারের জোটসঙ্গী শরদ পাওয়ারের দল এনসিপি। বিজেপির ইটের বদলে পাটকেল ছুঁড়লেন এনসিপি নেত্রী ফামিদা হাসান খান।
আরও পড়ুন-বাড়ি ধসে দিল্লিতে মৃত ২ শ্রমিক
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে হনুমান চালিশা ও নমাজ পাঠের অনুমতি চেয়ে চিঠি লিখলেন স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে কী কা পাঠ করতে চান, তার একটি লম্বা তালিকা দিয়েছেন। ফামিদা। জানিয়েছেন, নমাজ, হনুমান চালিশা, দুর্গা চালিশা, নামোকর মন্ত্র— সবই পাঠ করতে চান। ফামিদার বক্তব্য, তিনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন, এমনকী বাড়িতে দুর্গাপুজোও করেন। মোদির সরকারকে ঠেস দিয়ে ফামিদা বলেছেন, দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে, তাতে প্রধানমন্ত্রী মোদিকে জাগানোর প্রয়োজন হয়ে উঠেছে। যদি রবি আর নবনীত রানা উদ্ধব ঠাকরের বাড়ির বাইরে হনুমান চালিসা পাঠ করতে পারেন, তবে আমাকেও দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির বাসভবনের বাইরে বসে নমাজ, হনুমান চালিশা এবং দুর্গা চালিশা পাঠের অনুমতি দেওয়া হোক। স্বভাবতই, উদ্ধব সরকারের এই দুসরায় ক্লিন বোল্ড হয়ে গিয়েছে মোদি সরকার।