বাড়ি ধসে দিল্লিতে মৃত ২ শ্রমিক

রাজধানী দিল্লিতে বাড়ি ভেঙে শ্রমিক মৃত্যু৷ সোমবার দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ধসে পড়ায় দু’জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে

Must read

নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে বাড়ি ভেঙে শ্রমিক মৃত্যু৷ সোমবার দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ধসে পড়ায় দু’জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও তিনজন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাড়িটি ধসে পড়ার সময় সেটিতে মেরামতি সংক্রান্ত কাজ চলছিল।

আরও পড়ুন-ফ্রান্সে ফের জিতলেন ম্যাক্রোঁ

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, রাত প্রায় দেড়টা নাগাদ সত্য নিকেতনের ১৭৩ নম্বর বিল্ডিংয়ে একটি বাড়ি ধসে পড়ার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধার কাজ৷ সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক৷ কেন দুর্ঘটনা, তদন্ত করে দেখা হবে৷ জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়ির নিচে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়৷ তবে তাঁদের মধ্যে দু’জন পরে মারা যান। তিন ঘণ্টার উদ্ধারকাজ চলার পর শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। আহত বাকি শ্রমিকদের অবস্থা গুরুতর৷

Latest article