রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার (Chief Information Commissioner) হলেন প্রাক্তন ডিজি সি বীরেন্দ্রকে (C Virendra)। বুধবার বাজেটের আগে বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ছিল। সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই বিষয়টি ঠিক করেন তিন জন, মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা।
আরও পড়ুন-অশান্তির মোকাবিলায় তৃণমূল
এই বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও বিরোধী দলনেতা আসেননি। পনেরো দিন আগে বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে জানানো হলেও তিনি আগে কোনও কথা বলেননি৷ বৈঠক শুরুর দুমিনিট আগে চিঠি পাঠিয়ে জানান তিনি আসবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সি বীরেন্দ্রর নাম চূড়ান্ত হয়। প্রাথমিক ভাবে পনেরো জনের নাম এলেও পাঁচ জন প্রথম স্লটে বাদ হয়ে যান। শেষ পর্যন্ত দশ জনের নাম নিয়ে আলোচনার পর প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে তথ্য কমিশনার হিসেবে বেছে নেওয়া হয়। ফলে এই মূহুর্তে তথ্য কমিশনের তিন সদস্য হলেন, নবীন প্রকাশ, রাজ কানোজিয়া এবং বীরেন্দ্র।