‘ভারতে আর্থিক বৃদ্ধির হার ৬.৯%, বাংলায় হতে পারে ৮.৪১%’, বাজেট পেশ করছেন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

আজ বুধবার রাজ্য বাজেট পেশ করছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Must read

আজ বুধবার রাজ্য বাজেট পেশ করছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন তরফে জানা গিয়েছে এবারে রাজ্য বাজেটকে “জনমুখী বাজেট” হিসাবে তৈরী করেছে রাজ্য সরকার। রয়েছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি।

আরও পড়ুন-রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি সি বীরেন্দ্র

আজকের বাজেট অনুযায়ী বানতলায় আরও ২.২৬ লাখ চাকরি হবে। বানতলা চর্মশিল্প প্রকল্পে ইতিমধ্যে তিন লাখ চাকরি হয়েছে। আরও ২.২৬ লাখ চাকরি হবে বানতলা চর্মশিল্প প্রকল্পে। তিনি বলেন, ‘গতবারের বাজেটে একাধিক ছাড় দেওয়া হয়েছিলতার ফলে লাভবান হয়েছে বিভিন্ন ক্ষেত্র। গ্রামীণ ক্ষেত্রে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন-অশান্তির মোকাবিলায় তৃণমূল

এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গে জিএসটির রাজস্ব বেড়েছে ২৪.৪৬ শতাংশ। যা সর্বভারতীয় গড়ের থেকে অনেকটাই বেশি। জিএসটি রিটার্ন জমা ৭০ শতাংশ থেকে ৯৫ শতাংশ হয়েছে। তিনি জানান ‘ভারতে আর্থিক বৃদ্ধির হার ৬.৯%, বাংলায় হতে পারে ৮.৪১%’।
ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ওই সময়ের মধ্যে বাংলায়. ৮.৪১ শতাংশ হবে পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-লন্ডভন্ড নিউজিল্যান্ড

এই বাজেট পেশকরার সময় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নরেন্দ্র মোদী সরকারের ‘অদূরদর্শিতা’ নিয়ে মন্তব্য করেন তিনি। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি নিয়েও মোদী সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী। এমনকি মিড মে মিল, ১০০ দিনের কাজে (মনরেগা) বরাদ্দ কমিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, সেই নিয়েও সরব হন তিনি।

আরও পড়ুন-লিথিয়াম তোলার চেষ্টা হলেই হামলা, হুমকি পাক জঙ্গিদের

তিনি জানান রাজ্যের মানুষের সামাজিক দায়বদ্ধতা ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় যাঁরা টাকা পান, তাঁরা ৬০ বছর হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। মাসিক ১,০০০ টাকা পাবেন।

আরও পড়ুন-আজ মেঘালয়ে অভিষেকের রোড-শো, জনসভা

নতুন প্রজন্মের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হচ্ছে। ১৮ বছর থেকে ৪৫ বছর থেকে যুবক-যুবতীরা ব্যাঙ্কের মাধ্যমে ৫ লাখ টাকা ঋণ নিতে পারবেন। যার জেরে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে।

আরও পড়ুন-সৌরভ ও বিরাটের মধ্যে ইগোর লড়াই ছিল, স্টিং অপারেশনে ফাঁস চেতনের

এর আগে স্ট্যাম্প ডিউটি দুই শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। সার্কেল রেট ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল।২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেটা কার্যকর ছিল। সেটা আরও ছয় মাস বাড়ানো হল।

মহার্ঘ ভাতা বাড়ানো হল তিন শতাংশ। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স তিন শতাংশ বাড়ানো হল।

২০২৩ সালের মার্চ থেকে সেটা কার্যকর হবে। আজ বাজেটে গ্রামীণ সড়ক রাস্তাশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। ১১,৩০০ কোটি কিলোমিটার রাস্তার জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Latest article