লিথিয়াম তোলার চেষ্টা হলেই হামলা, হুমকি পাক জঙ্গিদের

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখের ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষকরা জম্মু-কাশ্মীরে বিপুল পরিমাণ লিথিয়াম ভাণ্ডারের কথা প্রকাশ্যে এনেছিলেন

Must read

প্রতিবেদন : জম্মু-কাশ্মীরে সম্প্রতি বিপুল পরিমাণ লিথিয়ামের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই দেশের শিল্পমহল এই লিথিয়াম খনি নিয়ে আশাবাদী। বিশেষ করে গাড়ি শিল্পমহল এই লিথিয়ামকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এরই মধ্যে এল পাক জঙ্গি সংগঠনের হুমকি। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের শাখা সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস ফ্রন্ট রীতিমতো চিঠি দিয়ে হুমকি দিয়েছে।

আরও পড়ুন-সৌরভ ও বিরাটের মধ্যে ইগোর লড়াই ছিল, স্টিং অপারেশনে ফাঁস চেতনের

ওই জঙ্গি সংগঠনটি হুমকি চিঠিতে জানিয়েছে, কাশ্মীরের উন্নয়ন তারাই করবে। কোনও ভারতীয় সংস্থা তাদের এই প্রাকৃতিক সম্পদ তুলে নিয়ে যেতে পারবে না। কেউ যদি এই কাজ করার চেষ্টা করে তবে তার পরিণাম জীবন দিয়ে চোকাতে হবে। একই সঙ্গে পাফ কাশ্মীরের প্রতিটি মানুষকে নিজেদের জীবন দিয়ে এই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রক্ষা করার আহ্বান জানিয়েছে। জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের কোন একটি জায়গা থেকে এই চিঠি লেখা হয়েছে। চিঠির পাশাপাশি জঙ্গি সংগঠনটি ড্রোনের ছবিও পাঠিয়েছে। ওই ছবির মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে ওই খনির উপর তাদের বিশেষ নজর রয়েছে। এর আগে ভারতীয় সেনাকেও একাধিকবার হুমকি দিয়েছে পাফ। কাশ্মীরে লিথিয়ামের খনি আবিষ্কার হওয়ার পর জঙ্গি সংগঠনের এই হুমকি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-সুযোগ নষ্ট করে ওগবেচের গোলে হার মোহনবাগানের

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখের ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষকরা জম্মু-কাশ্মীরে বিপুল পরিমাণ লিথিয়াম ভাণ্ডারের কথা প্রকাশ্যে এনেছিলেন।

Latest article