প্রতিবেদন : ইজরায়েলের এক বিজ্ঞানী কয়েকদিন আগে দাবি করেছিলেন ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২.৭৫ ভাইরাসের সন্ধান মিলেছে। ইজরায়েলি বিজ্ঞানীর সেই দাবি মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, ভারত সহ আরও বেশ কিছু দেশে এই নতুন বিএ- ২.৭৫ ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এই ভাইরাসের প্রভাব কেমন বা কতটা মারাত্মক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হু-র প্রধান টেড্রস অ্যাডহোম ঘেব্রিয়েসিস।
আরও পড়ুন-খুনের হুমকি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জুবের
বুধবার হু প্রধান সাংবাদিক সম্মেলনে বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সাব-ভ্যারিয়েন্ট দাপট দেখাতে শুরু করেছে। গত দুই সপ্তাহে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণ বৃদ্ধির মূলে রয়েছে বি.এ ৪ এবং বি.এ-৫ ভ্যারিয়েন্ট। অন্যদিকে, ভারতে সন্ধান পাওয়া গিয়েছে বি.এ ২৭৫ ভাইরাসের। ভারত থেকে প্রথম এই ভাইরাসের খবর আসে। পরে আরও ১০টি দেশে নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলে। হু প্রধান আরও জানিয়েছেন, ওমিক্রনের উপরূপ বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ বাড়ছে। ৮৩টি দেশে ঘটেছে বিএ.৫ প্রজাতির সংক্রমণ। বিএ.৪ সংক্রমণ ঘটেছে ৭৩টি দেশে।
গত কয়েকদিন ধরে দেশে আবারও করোনা সংক্রমণে বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবিতে উদ্বেগ আরও বাড়ল বলেই মনে করছে চিকিৎসক মহল। চিকিৎসকদের একাংশের অভিযোগ, ভাইরাসের দাপট বাড়লেও দেশবাসীর একটা বড় অংশ কোভিডবিধি মানছেন না। যার জেরে আরও বাড়ছে সংক্রমণ। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট বিএ.২.৭৫ প্রথম পাওয়া যায় ভারতে। তারপর তা আরও ১০টি দেশে ছড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্ট বিএ-২.৭৫ কতটা সংক্রামক বা তার চরিত্র কেমন তা এখনও জানা যায়নি। এই ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু হয়েছে।