খুনের হুমকি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জুবের

তারপরই তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। মামলা হয়েছে যোগীরাজ্যেও।

Must read

প্রতিবেদন : প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মহম্মদ জুবের। বৃহস্পতিবার জুবের সুপ্রিম কোর্টে এক আর্জিতে তাঁর প্রাণনাশের আশঙ্কার কথা জানান। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি। নূপুর শর্মার পয়গম্বর ইস্যুতে বিতর্কিত মন্তব্যটি প্রথম সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন জুবের।

আরও পড়ুন-ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা বরিসের, পরবর্তী প্রধানমন্ত্রী কি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক? জল্পনা

তারপরই তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। মামলা হয়েছে যোগীরাজ্যেও। আর এসবের পিছনে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ছায়া দেখছেন অনেকেই। ইতিমধ্যেই জুবেরের গ্রেফতারির বিরুদ্ধে দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও এই সাংবাদিকের গ্রেফতারির নিন্দা করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে জুবেরের আইনজীবী কলিন গঞ্জালেভস আবেদনে বলেন, আমার মক্কেলকে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে। কয়েকজন ব্যক্তি প্রকাশ্যেই জুবেরকে খুনের হুমকি দিচ্ছে। তাঁর প্রাণের শঙ্কা আছে। তাই জরুরি ভিত্তিতে শুনানি হোক। গঞ্জালভেজের আর্জির শুনানি হতে পারে শুক্রবারই।

Latest article