আন্তর্জাতিক

সিঙ্গাপুরে একসপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

প্রতিবেদন: আবার কি কোভিড-১৯ এর কালো ছায়ায় ঢেকে যাবে গোটা বিশ্ব? সিঙ্গাপুর সরকার কোভিড-১৯ সংক্রমণের নতুন বৃদ্ধিতে উদ্বিগ্ন। কারণ ১১ মে শেষ হওয়া সপ্তাহে আনুমানিক সাপ্তাহিক করোনা আক্রান্তের  সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং দেশবাসীকে আবার মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সরকার নতুন তরঙ্গের গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রকের তথ্য অনুসারে, কোভিড-১৯ আক্রান্তের আনুমানিক সংখ্যা আগের সপ্তাহে ১৩,৭০০ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ৫ থেকে ১১ মে সপ্তাহে ২৫,৯০০-এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন-অবশেষে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, জানাল মৌসম ভবন

গড়ে দৈনিক কোভিড সংক্রমণে হাসপাতালে ভর্তির সংখ্যা ১৮১ থেকে প্রায় ২৫০ হয়েছে। হাসপাতালের শয্যার ক্ষমতা সংরক্ষণের জন্য পাবলিক হাসপাতালগুলিকে জরুরি নয় এমন সার্জারি কমাতে এবং প্রয়োজনে অন্য রোগীদের স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছেন, আমরা কোভিড তরঙ্গের শুরুর অংশে আছি যেখানে এটি ক্রমাগত বাড়ছে। তিনি বলেছেন, আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে তরঙ্গটি শীর্ষে উঠবে, যার অর্থ জুনের মাঝামাঝি এবং শেষের মধ্যে সংক্রমণ ব্যাপক বাড়ার আশঙ্কা। সামাজিক বিধিনিষেধের বিষয়ে কথা বলতে গিয়ে ওং বলেন, এখন পর্যন্ত কোনও ধরনের সামাজিক বিধিনিষেধের পরিকল্পনা নেই, কারণ সিঙ্গাপুরে কোভিড-১৯ একটি স্থানীয় রোগ হিসেবে ধরা হয়। অতিরিক্ত ব্যবস্থা আরোপ করা একটি শেষ উপায় হবে। অন্যদিকে, শুধু সিঙ্গাপুরই নয়,  দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে কোভিড সংক্রমণের গতি সীমিত করার ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবন্দরে তাপমাত্রা স্ক্যানার ইনস্টল করা এবং আবার মাস্ক পরতে উৎসাহিত করা।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

33 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago