বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ৪ অক্টোবর

Must read

মুম্বই, ৩০ অগাস্ট : বিশ্বকাপ (World Cup- opening ceremony) শুরু ৫ অক্টোবর। আগেরদিন আমেদাবাদে ১০ অধিনায়কের উপস্থিতিতে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আমেদাবাদে ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। এই মোতেরাতেই বিশ্বকাপ ফাইনাল ও ১৯ নভেম্বর বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের হাজির থাকার কথা রয়েছে। বরাবরের মতোই ২৩-এর বিশ্বকাপ উদ্বোধনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে অংশ নিতে পারেন বলিউডের জনপ্রিয় শিল্পীরা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়ক একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন। বিশ্বকাপে অধিনায়কদের পাশাপাশি দাঁড়িয়ে ফটো সেশন করার রেওয়াজ রয়েছে। অধিনায়করা অফিসিয়াল প্রেস ব্রিফিংও করতে পারেন।
তবে বিশ্বকাপের উদ্বোধনী (World Cup- opening ceremony) অনুষ্ঠানের দিনবাবার তিনটি ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। ভারত খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর শ্রীলঙ্কা মোকাবিলা করবে আফগানিস্তানের। ২০১১ বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজকের ভূমিকায় ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ঢাকায়।

আরও পড়ুন- ফাইনালে উঠে হুঙ্কার কুয়াদ্রাতের, ইস্টবেঙ্গলকে হারানো কঠিন আগেই বলেছি

Latest article