শচীনকে ছোঁয়ার সুযোগ বিরাটের

Must read

আমেদাবাদ, ৪ ফেব্রুয়ারি : ভারতীয় ক্রিকেটের জন্য কাল, রবিবার খুব গুরুত্বপূর্ণ দিন। আমেদাবাদে এক হাজারতম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তবে খালি মাঠে। কোভিড-বিধ্বস্ত শিবিরের সামনে মাঠে নামাও অবশ্য বেশ শক্ত চ্যালেঞ্জ। অবশ্য কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন রোহিতরা।

এক হাজার একদিনের ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৫১৮টিতে। হেরেছে ৪৩১টি ম্যাচে। জয়ের গড় ৫৪.৫৪। সবথেকে বেশি একদিনের ম্যাচ ভারতই খেলেছে। এরপর ৯৫৮ টি ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয় পাকিস্তান, ৯৩৬ টি ম্যাচ খেলে।

আরও পড়ুন – দল নির্বাচনে প্রভাব খাটাই না, একহাত ক্ষুব্ধ সৌরভের

ভারতের মতোই এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। রবিবার তিনি আর ৬ রান করলেই তাঁর মুকুটে যোগ হবে আরও একটি পালক। ঘরের মাঠে একদিনের ম্যাচে পাঁচ হাজার রান করে ফেলবেন বিরাট। এইমুহূর্তে এই কৃতিত্ব একা শচীন তেন্ডুলকরের। তবে তিনি ১৩১ ইনিংসে এই রান করেছেন। কাল বিরাট দেশের মাঠে ৯৬তম একদিনের ম্যাচ খেলবেন।

বিরাটের হাত থেকে নেতৃত্বের ব্যাটন নেওয়া রোহিতও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি ম্যাচে ১০৪০ রান করেছেন। গড় ১০০.২৮। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১টি একদিনের ম্যাচে রোহিতের রান ১৫২৩। শচীন ও বিরাটের পর তৃতীয় ভারতীয় হিসাবে একটি দলের বিরুদ্ধে হাজার রান আছে শুধু রোহিতেরই।

Latest article