দল নির্বাচনে প্রভাব খাটাই না, একহাত ক্ষুব্ধ সৌরভের

Must read

মুম্বই, ৪ ফেব্রুয়ারি : ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে ২৬ মাস কাটিয়ে ফেলেছেন। তার মধ্যে প্রায় দু’বছর কোভিডের কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয়েছে তাঁকে। তবু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সমালোচিত হচ্ছেন, বিতর্কে জড়াচ্ছেন, আবার তাঁর দিকে অভিযোগের আঙুলও উঠছে। বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি দল নির্বাচনী বৈঠকে প্রভাব খাটাচ্ছেন। মিটিংয়ে উপস্থিত থেকে নির্বাচকদের চাপে ফেলছেন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমি মনে করি না এই ধরনের ভিত্তিহীন অভিযোগের উত্তর কারও কাছে দেওয়ার প্রয়োজন আছে। আমি দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। বিসিসিআই প্রেসিডেন্টের যেটা কাজ সেটাই আমি করি।”

এর পর সৌরভের (Sourav Ganguly) সংযোজন, ‘‘আপনাদের জানিয়ে রাখি, দল নির্বাচনী বৈঠকে আমার উপস্থিত থাকার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা আমি দেখেছি। ওই ছবি দল নির্বাচনী বৈঠকের নয়। জয়েশ জর্জ কিন্তু দল নির্বাচনী বৈঠকে থাকে না। আমি ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। মনে হয় আর একবার মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমি অতটা বোকা নই।”

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজ। ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনার মধ্যেই সৌরভ বললেন, ‘‘ভারতীয় দলের নেতৃত্ব পাওয়ার কিছু মাপকাঠি থাকে। সেই মাপকাঠিতে যে যোগ্য হবে সেই পরবর্তী টেস্ট অধিনায়ক হবে।” আসন্ন আইপিএলে হার্দিক পান্ডিয়ার ফর্ম ও ফিটনেস নির্বাচকরা যে পরীক্ষা করবেন সেটাও জানিয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। কোভিড আবহের মধ্যে দেশের মাঠে রঞ্জি ট্রফি ও আইপিএল সফলভাবে আয়োজন করতে যে সুরক্ষিত বায়ো-বাবলে জোর দিচ্ছে বোর্ড, তাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ।

একই সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, আগামী বছর পুরোদমে মহিলাদের আইপিএল শুরুর পরিকল্পনা রয়েছে। সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘‘আমাদের কাজ চলছে। আমার বিশ্বাস আগামী বছর ২০২৩-এ খুব ভাল সময় মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল শুরু করার। ছেলেদের মতোই তা বড় সাফল্য পাবে।”

Latest article