সংবাদদাতা, হুগলি : হুগলিতে বিরোধী (opposition) কানাইপুর পঞ্চায়েত এলাকায় কানাইপুর হাইস্কুলের ভোটকেন্দ্রে সিপিএম পঞ্চায়েত সমিতির প্রার্থী তপন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী কণিকা ঘোষ একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেনদলগুলো ভোটের আগে সন্ত্রাসের অভিযোগ তুললেও ভোটের দিন বিভিন্ন এলাকায় শাসক তৃণমূলের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে শান্তিতে ভোট হয়েছে বলে জানান বিজেপি-সিপিএম প্রার্থীরাও। শনিবার উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর এলাকায় ভোটের দিন দেখা গেল শান্তিতে ভোট হচ্ছে। কানাইপুর পঞ্চায়েত এলাকায় কানাইপুর হাইস্কুলের ভোটকেন্দ্রে সিপিএম পঞ্চায়েত সমিতির প্রার্থী তপন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী কণিকা ঘোষ একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।
আরও পড়ুন-বগটুইয়ে ভোট উৎসব হল নির্বিঘ্নে, শান্তিতে
পাশাপাশি দাঁড়িয়ে এক সুরে বলেন, ‘‘এবার মানুষ যেভাবে শান্তিতে ভোট চেয়েছিলেন ঠিক তেমনভাবেই শান্তিতেই ভোট হচ্ছে। এতে এলাকার মানুষ ভীষণ খুশি।’’ তৃণমূল ও সিপিএম প্রার্থীর মতো বিজেপির প্রার্থীও জানান, ‘‘সত্যিই এবার শান্তিতে ভোট হচ্ছে।’’ কানাইপুরের বড়বহেড়া স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে চোখে পড়ল, বিজেপি প্রার্থী ও সিপিএম প্রার্থী একই সঙ্গে পাশাপাশি বসে খোশমেজাজে আড্ডা দিচ্ছেন। দু’জনেই একই সঙ্গে জানান, এখানে খুব শান্তিতেই ভোট হচ্ছে। মানুষ খুব ভালভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের পঞ্চায়েত ভোট এই অঞ্চলে বেশ নির্বিঘ্নেই সম্পন্ন হল।