প্রতিবেদন : হাইকোর্টে জোরালো ধাক্কা খেলেন বিরোধী দলনেতা। এগরা বিস্ফোরণকাণ্ডে তাঁর এনআইএ তদন্তের আর্জি খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, এনআইএ নয়, এখন তদন্ত করবে সিআইডি-ই। শুধু তাই নয়, শুভেন্দু ধাক্কা খেল আরও এক জায়গায়। ঘটনাস্থল খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও ধোপে টিকল না হাইকোর্টে।
আরও পড়ুন-তদন্তকারীদের খোঁজ, বাজির মশলায় নাকি বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্যই। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের ব্যবস্থাও করবে রাজ্য। অর্থাৎ শুভেন্দুর কোনও আবেদনই গ্রাহ্য হল না হাইকোর্টে। আদালতের নির্দেশ, তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডিকে রিপোর্ট দিতে হবে ১২ জুনের মধ্যে। তারই ভিত্তিতেই স্থির হবে পরবর্তী পদক্ষেপ। এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা যোগ হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে সিআইডিকেই। হাইকোর্টের নির্দেশে স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে বিরোধী দলনেতা এবং গেরুয়া শিবির।