সংবাদদাতা, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়ন দাখিল করতে পারেন, তার জন্য সক্রিয় হয়েছিল তৃণমূল। জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জানান, বিরোধী দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারেন সেটা আমরা নিশ্চিত করেছি। শুধু তাই নয়, আমাদের কোনও নেতা-কর্মী বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দিয়েছে প্রমাণ হলে তাঁকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-উৎসবের আবহ
প্রার্থী না পেয়ে বিরোধীরা মনোনয়নে বাধাদানের গল্প ফাঁদছে বলে অভিযোগ তাঁর। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল উন্নয়ন করেছেন, তার সুফল তৃণমূল পাবে। অকারণে বাধা দিতে যাবে কেন? কেতুগ্রাম ১নং ব্লক অফিসে দেখা গেল, সিপিএম ও বিজেপি প্রার্থীরা বিনা বাধায় মনোনয়ন জমা দিচ্ছেন। বর্ষীয়ান সিপিএম নেতা ও পঞ্চায়েত সমিতির প্রার্থী ফারুখ মির্জার হাতে হাত মেলাচ্ছেন তৃণমূল নেতা তরুণ মুখোপাধ্যায়। সিপিএম প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারেন, তার তদারকি করছেন। জেলা বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলেন, বিনা বাধায় মনোনয়ন জমা দিয়েছি। একই সুর সিপিএম নেত্রী জয়শ্রী চট্টোপাধ্যায়ের মুখেও।