রিতিশা সরকার, শিলিগুড়ি: অমিত শাহের সভা বয়কট করল আদি বিজেপি। সভায় গেলেন না কর্মীরা। বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি নৃপেন দাস পরিষ্কার জানিয়ে দেন, ‘‘আমরা অটলবিহারী বাজপেয়ীর আদর্শে বিজেপি করেছি। এঁদের আমরা মানি না। তাই অমিত শাহের সভা বয়কট করেছি।’’ শুধু তাই নয়, এই বিজেপি কর্মীদের সভায় যাওয়ার জন্য আমন্ত্রণও করা হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপির দলের ফাটল প্লাস্টার করতে দিল্লি থেকে ছুটে এসেছেন অমিত শাহ।
আরও পড়ুন-দুই ফুটবলারকে চাকরি মুখ্যমন্ত্রীর
তাঁর সভার দিনেই দলের মধ্যে দলাদলি আবার প্রকাশ্যে এল। এতে পদ্মশিবির যে বেজায় অস্বস্তিতে পড়েছে তা বলা অপেক্ষা রাখে না। উল্লেখ্য, শিলিগুড়িতে অটলবিহারী বাজপেয়ীর আমল থেকে কয়েকশো বিজেপি কর্মী যাঁরা নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। বলা ভাল বর্তমান বিজেপি নেতৃত্ব এই আদি বিজেপি কর্মীদের বাতিলের খাতায় ফেলে দিয়েছে। সুদিন ফেরার আশায় এতদিন চুপচাপ ছিলেন তাঁরা। কিন্তু কোনও লাভ হয়নি আদি বিজেপিদের। নব্যরা তাঁদের ছুঁড়ে ফেলে দিয়েছেন বলেও বিস্ফোরক হয়ে ওঠেন আদি নেতাদের কেউ কেউ। এবার তাঁদের ধর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাই শীষর্স্থানীয় নেতার গলাতেই এবার শোনা বিরোধিতার সুর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অনুগামী হিসেবেই পরিচিত শিলিগুড়ি শহরের কয়েকশো আদি বিজেপি কর্মী। যাঁদের মনোভাব কোনওভাবেই মিল খাচ্ছে না বর্তমান বিজেপি নেতৃত্বদের সঙ্গে। তাই নিজেদেরকেই দূরে সরিয়ে রেখেছেন তাঁরা।