সেমসাইড গোল একেই বলে। বিজেপির সাংসদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন এবার খোদ বিজেপি নেতা (BJP leader)। পুলিশে দায়ের করা অভিযোগে ইন্দ্রনীল গোস্বামী (Indranil Goswami) লিখেছেন, ‘বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ১৫ অগস্ট বর্ধমান স্টেশনে জুতো পড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সাংসদের এই আচরণে বর্ধমান শহরের বাসিন্দারা ক্ষুব্ধ। সাংসদের এই আচরণ অপমানের সামিল। তাই এই অপরাধে আইনত পদক্ষেপ করা হোক।’
আরও পড়ুন-রেল লাইনে লোহার পাত ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে গিয়ে ধৃত যুবক
দোরগোড়ায় লোকসভা নির্বাচন। হাতে সময় নেই বললেই চলে। তার আগে এভাবে গোষ্ঠীদ্বন্দ্বে আলোড়ন পড়ে গিয়েছে বিজেপির দলের মধ্যেই। এই ব্যাপারে সন্দেহ নেই যে বিজেপির সংগঠন বাংলায় ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। সেখানে হঠাৎ এরকম এক ঘটনা ঘটায় জোর চর্চা শুরু হয়েছে।
জাতীয় পতাকার প্রতি অবমাননাকর আচরণ করেছেন বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলে অভিযোগ উঠেছে। এই বিষয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। বর্ধমান থানায় তাঁর বিরুদ্ধে যিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্ধমান শহরের বিজেপি নেতা ইন্দ্রনীল গোস্বামী।
আরও পড়ুন-কলকাতায় বন দফতরের অভিযানে উদ্ধার হাজারটি হরিণের শিং
প্রসঙ্গত, ১৫ অগস্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবস ছিল। বর্ধমান–দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই নিয়েই বর্ধমান থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার বর্ধমান সনাতন সংহতি দক্ষিণ বিধানসভার আহ্বায়ক ইন্দ্রনীল গোস্বামী (বিজেপি নেতা) পুলিশে এই অভিযোগ দায়ের করেন। ইন্দ্রনীল গোস্বামী জানান, ১৫ অগস্ট বর্ধমান স্টেশনের সামনে উঁচু স্তম্ভে জুতো পরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। একজনের সাংসদ এটা করতে পারেন না বলেই তিনি মনে করেন। এই ঘটনায় সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।