সংবাদদাতা, হাওড়া : বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য এখন থেকে হাওড়া শহরের পার্কগুলি ব্যবহার করা হবে। ন্যূনতম মূল্যে পাওয়া যাবে পার্কগুলি। সামাজিক অনুষ্ঠানেও কাজে লাগানো যাবে পার্কগুলি। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া কর্পোরেশন। শহরে পুরনিগমের অধীনে ৪২টি পার্ক রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৪টি পার্ককে এই ব্যবহার করা হবে।
আরও পড়ুন-পাক থানা দখল করে ৯ পুলিশকে বন্দি
পার্কগুলি হল জটাধারী পার্ক, তুলসী মিত্র উদ্যান, বিজয়ানন্দ পার্ক ও বকুলতলা পার্ক। পুরনিগম ও বরো অফিস থেকে বুকিং করা যাবে পার্কগুলি। এই প্রসঙ্গে হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, বেশ কিছু শর্ত মেনে পার্কগুলি ব্যবহার করতে হবে। বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে এগুলি ব্যবহার করা যাবে। এর ফলে কর্পোরেশনের আয়ও বাড়বে। অন্যান্য পার্কগুলিও দেওয়া হবে কি না তা পরবর্তী ক্ষেত্রে তা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পার্কের প্রাকৃতিক পরিবেশ ও গাছপালাগুলি সম্পূর্ণ অক্ষত রেখে যেকোনও উৎসব অনুষ্ঠান করতে হবে।