চিড়িয়াখানায় পশুদের স্টিলের খাঁচা

আধুনিক হচ্ছে আলিপুর চিড়িয়াখানা।

Must read

অনুরাধা রায়: আধুনিক হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। হচ্ছে নতুন রেস্তোরাঁ, বদল হচ্ছে পশুদের খাঁচা। আসছে নতুন অতিথিও। প্রবেশ টিকিটের ক্ষেত্রেও আনা হচ্ছে পরিবর্তন। চালু হচ্ছে টোকেন সিস্টেম। অর্থাৎ আর লাইনে দাঁড়িয়ে নয়, মেশিনের সাহায্যে অটোমেটিক টিকিট কেটেই ঢোকা যাবে চিড়িয়াখানায়।

আরও পড়ুন-আয় বাড়াতে উৎসবের জন্য ভাড়ায় মিলবে পার্ক

সবমিলিয়ে চিড়িয়াখানার অন্দরে একেবারে সাজ সাজ রব। এই প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বন দফতরের উদ্যোগে নতুন বছরে একেবারে নতুন রূপে চিড়িয়াখানা উপহার পেতে চলেছেন দর্শকরা। আলিপুর চিড়িয়াখানায় আনা হচ্ছে দুটি জিরাফ। এছাড়াও পশুদের খাঁচা লোহার বদলে স্টিলের করা হচ্ছে। কয়েকটি খাঁচা ইতিমধ্যেই এসে গিয়েছে। পাশাপাশি চিড়িয়াখানার বিশেষ চমক হল ঝাঁ চকচকে রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার মিলবে। ফলে চিড়িয়াখানায় বসে ভাল খাবারও উপভোগ করতে পারবেন দর্শকরা। বনমন্ত্রী জানিয়েছেন, দ্বিতল বিশিষ্ট এই রেস্তোরাঁর একতলায় থাকছে প্রচুর জায়গা।

আরও পড়ুন-পাক থানা দখল করে ৯ পুলিশকে বন্দি

এখানে অনেকে একসঙ্গে বসে খেতে পারবেন। তুলনামূলক কম মূল্যের খাবার মিলবে একতলায়। আর একটু বেশি মূল্যের খাবার পাওয়া যাবে দোতলায়। মূলত চিড়িয়াখানায় আশা সবধরনের দর্শকদের কথা মাথায় রেখেই এই রেস্তোরাঁর ভাবনা। আধুনিকীকরণের কাজ কতটা হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে শীঘ্রই আলিপুর চিড়িয়াখানায় যাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। জ্যোতিপ্রিয় বলেন, চিড়িয়াখানা আরও আধুনিক হবে।

Latest article