প্রতিবেদন : কোনও বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নয়। এমনকী, এই অভিযোগ কোনও সাধারণ মানুষেরও নয়। মণিপুরের (Violence in Manipur) শাসক দল বিজেপিরই ৯ বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের এন বীরেন সিং সরকারের উপর রাজ্যবাসী সম্পূর্ণ আস্থা হারিয়েছে। মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ফেরাতে আইনের শাসন মেনে অবিলম্বে এই সরকারকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হোক। তবে এই চিঠিতে স্বাক্ষরকারী বিধায়করা সকলেই মেইতেই সম্প্রদায়ের।
প্রধানমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে এই বিধায়করা অনুরোধ করেছেন, রাজ্যের চলতি সমস্যা নিরসনে কুকি ও মেইতেই সম্প্রদায়ের বিধায়কদের মধ্যে আলোচনার জন্য একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি রাজ্যের (Violence in Manipur) প্রতিটি এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন তাঁরা।
কোনও অবস্থাতেই রাজ্যের অখণ্ডতা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আর্জিও জানিয়েছেন ওই বিধায়করা। রাজ্যের অখণ্ডতা বজায় রাখতে যে কোনও সম্প্রদায়ের তোলা স্বায়ত্তশাসনের দাবিকে যেন কোনওভাবেই বিবেচনা করা না হয় তার অনুরোধও জানিয়েছেন ওই বিধায়করা। সম্প্রতি রাজ্যের বেশ কিছু বিধায়ক দিল্লি গিয়েছিলেন। সে সময় তাঁরা প্রধানমন্ত্রীর দফতরে ওই চিঠিটি পাঠিয়েছেন বলে খবর।
আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন: তৃণমূলের প্রচার শুরু কাল থেকেই