শিশুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি এবার প্রকাশ্যে

Must read

দিন যত এগোচ্ছে ততই ঘণীভূত হচ্ছে বাঁকুড়ার শিশুপাচারকাণ্ডের রহস্য। কেঁচো খুড়তে বেরিয়ে আসছে কেউটে। পাচারকাণ্ডের জট খুলতে ইতিমধ্যেই তদন্ত ভার হাতে নিয়েছে সিআইডি। কিন্তু এর শিকড় যে কোথায় লুকিয়ে চলছে তারই সন্ধান।

আরও পড়ুন-“মমতা দি স্বাস্থ্যসাথী কার্ড চালু না করলে আমাকে চিরকাল শয্যাশায়ী থাকতে হত”

পাচারকাণ্ডের মূল অভিযুক্ত কালাপাথরের জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার বাজোরিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে কি এই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গেই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের? ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপির আয়োজিত একটি অনুষ্ঠানে ওই অধ্যক্ষের হাতে স্মারক তুলে দিচ্ছেন মন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, ‘খোদ মন্ত্রীর সঙ্গে অভিযুক্তর ছবি থাকার সত্ত্বেও কেন মুখ খুলছে না কেন্দ্রের শাসক দল। বিজেপির ওই মন্ত্রীর প্রকাশ্যে এসে বলা উচিত অভিযুক্তের সঙ্গে তাঁর কী সর্ম্পক।’

আরও পড়ুন-মর্মান্তিক! মুম্বইয়ের নির্মীয়মান বহুতলে কাজ করার সময় মৃত্যু বাংলার ৩ শ্রমিকের

বিরোধী মহলে এই ছবি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সরকার পক্ষের আইনজীবী সজল বারিক সাংবাদিকদের জানান অভিযুক্তরা পুলিশি হেফাজতে থাকার সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Latest article