সংবাদদাতা, বনগাঁ : বিরোধীরা সারাদিন অশান্তি ও বিশৃঙ্খলার চেষ্টা করা সত্ত্বেও বনগাঁ (Bongaon) পুরসভার উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়েছে ৭৫.২৬ শতাংশ। বিরোধীরা হার নিশ্চিত বুঝেই বহিরাগত ও ছাপ্পার মিথ্যা অভিযোগ এনে গণ্ডগোল পাকাতে চাইলেও পুলিশ শক্ত হাতে তা দমন করে। বিজেপি নেতা-কর্মীরা গোটা দিনই ছিল মারমুখি। বনগাঁ (Bongaon) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডটি বনগাঁ উত্তর বিধানসভায় পড়ে। অথচ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলবল নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে হুজ্জুতি করায় স্থানীয় ভোটাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা বিধায়ককে চলে যেতে বললে স্বপন ও তাঁর কেন্দ্রীয় নিরাপত্তাকর্মীরা তাঁদের উপর চড়াও হন। পুলিশ ও তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি স্বাভাবিক করে। এরপরও বিরোধীরা জাতীয় সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিরোধীরা হার বুঝতে পেরেই বাইরে থেকে লোক ঢুকিয়ে গন্ডগোল পাকিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। পারেনি। পুলিশ-প্রশাসন শক্তহাতে নিয়ন্ত্রণ করেছে। ফলে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে।
আরও পড়ুন: পর্যটনে এক জানালা নীতি
গত পুর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের দিলীপ দাস। ৩৮৬ ভোটে জয়ী হন। পেয়েছিলেন ১৩৬১ ভোট। দিলীপ দাসের মৃত্যুতেই এই উপনির্বাচন। এই ওয়ার্ডে বুথ ৬টি, ভোটার ৪৭৭৬। মহিলা ২৩৭৩, পুরুষ ২৪০৪। প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের পাপাই রাহা, কংগ্রেসের প্রভাস পাল, বিজেপির অরূপকুমার পাল ও সিপিএমের ধৃতিমান পাল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…