পর্যটনে এক জানালা নীতি

Must read

প্রতিবেদন : রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পর্যটনশিল্পে যাঁরা বিনিয়োগ করবেন তাঁদের বিশেষ সুবিধা দিতে এক জানালা নীতি (One Window Policy) মেনে চলার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার পর্যটন প্রোমোশন বোর্ডের বৈঠক মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এই সিদ্ধান্ত নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আলাদা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে পর্যটন সংস্থার প্রশিক্ষণ এবং গাইডদের নিয়ে আলাদা নীতি চালু করা হয়েছিল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে রিষড়া সেবাসদন

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত শিল্প সম্মেলনে পর্যটন ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে। তাই শিল্পের মতোই পর্যটনেও তৈরি হয়েছে সেক্টর কমিটি। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে ১১টি দফতর নিয়ে তৈরি হয়েছে এই টাস্ক ফোর্স। স্বরাষ্ট্র, বিদ্যুৎ, পূর্ত, পরিবহণ, পর্যটন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শিল্প, তথ্য ও সংস্কৃতি, কারিগরি শিক্ষা সহ ১১টি দফতর নিজেদের মধ্যে সমন্বয় করে গড়ে তুলবে এক জানালা (One Window Policy) পদ্ধতি। শিল্প দফতরের মতো এই এক জানালা পদ্ধতি চালু হলে পর্যটন শিল্পে বিনিয়োগ আরও বেশি মাত্রায় আসবে বলে মনে করছে প্রশাসন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের এই উদ্যোগের কথা শিল্পপতিদের সামনে তুলে ধরা হয়েছে। রাজ্যের পর্যটনে নতুন সম্ভাবনা সন্ধানের পাশাপাশি এই সংক্রান্ত সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়টি দেখভাল করবেন টাস্ক ফোর্সের সদস্যেরা। চিরাচরিত পর্যটন ক্ষেত্র ছাড়াও রাজ্যের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পর্যটনকে যুক্ত করা, লোকশিল্প-হস্তশিল্প, গ্রামীণ পর্যটন, হোমস্টে, ইকো ট্যুরিজম, নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনা করবে টাস্ক ফোর্স। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের পর্যটকদের চাহিদা অনুযায়ী পর্যটন সংস্থা এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণেরও দেখভালও করবে তারা।

Latest article