মুখ্যমন্ত্রীর নির্দেশে রিষড়া সেবাসদন

জুড়ছে ওয়ালশ হাসপাতালের সঙ্গে

Must read

সংবাদদাতা, হুগলি : স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হচ্ছে রিষড়া সেবাসদনকে (Rishra Sevasadan)। বছরখানেক আগে জেলার প্রশাসনিক বৈঠকে এসে রিষড়া সেবাসদনকে (Rishra Sevasadan) সরকারিভাবে অধিগ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরেই গত বছর মহকুমা শাসক তাঁর দফতরে বৈঠক করেন। সেই বৈঠকে সেবাসদনের জমি সংক্রান্ত জট কাটানোর প্রস্তাব গৃহীত হয়। রিষড়ার পুরপ্রধান বিজয়সাগর মিশ্র ট্রাস্টি বোর্ডের সদস্যদের থেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরকারের কাছে দাখিল করেন। তার পরই এদিন চুঁচুড়ার জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক দীপাপ্রিয়া পি, জেলা স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া, শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও বিধায়ক সুদীপ্ত রায়ের উপস্থিতিতে এ নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক। । বৈঠকে বন্ধ থাকা সেবাসদন অধিগ্রহণ করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স ভবন হিসাবে যুক্ত করার প্রস্তাব নেওয়া হল। দেড়শো শয্যার সেবাসদনকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বর্হিবিভাগ চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে। এমআরআই মেশিন বসানোর বিষয়েও প্রস্তাব গৃহীত হয়। বিধায়ক সুদীপ্ত রায় বলেন, ‘রিষড়া সেবাসদনকে ওয়ালশ হাসপাতালের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া এক বছর ধরে চলছে। করোনা কালে প্রক্রিয়া কিছুটা বাধা পায়। শেষ পর্যন্ত সেবাসদনের এনওসি পাওয়া গিয়েছে। এই সেবাসদন ওয়ালশ হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং হিসাবে কাজ শুরু করলে রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর পুরসভা ও সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির বাসিন্দারা উপকৃত হবেন। সরকারি হাসপাতালের আধুনিক পরিষেবা মিলবে।’ মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, মূলত বিধায়ক সুদীপ্ত রায়ের উদ্যোগেই এই সংযুক্তির উদ্যোগ নেওয়া হল। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রস্তাবাকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত, পাশে তৃণমূল নেতা

 

Latest article