ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধুকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ‍্যমন্ত্রী

Must read

চিনের হি বিং জিয়াওকে ২১-১৩, ২১-১৫ গেমে হারিয়ে অলিম্পিক ব্যাডমিন্টনে রুপোর পদক জিতলেন ভারতীয় তারকা শাটলার। টোকিও অলিম্পিক্সে ভারতের আরও একটি পদক। রবিবার মহিলাদের ব‍্যাডমিন্টনে সিঙ্গেলসে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন পিভি সিন্ধু। পদক পেতেই শুভেচ্ছা বার্তায় ভাসলেন ভারতীয় শাটলার। এদিন পদক জয়ী পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে চার লেনের রাস্তা হবে শিলিগুড়িতে

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করে লেখেন,” পিভি সিন্ধু ভারতের প্রথম মহিলা যিনি দুটো অলিম্পিক্সে দুটো পদক পেলেন। সিন্ধু নিজের ধারাবাহিকতায় শ্রেষ্ঠ। ওঁকে অনেক অভিনন্দন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, ” সিন্ধুর এই পারফরম্যান্সে আমরা খুব খুশি। অনেক অভিনন্দন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের জন‍্য।”

আরও পড়ুন-Tokyo Olympics : ব্রোঞ্জ পদক জয় পিভি সিন্ধুর

সিন্ধুর পদক জয়ের পর মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় টুইটারে লেখেন,” অনেক গর্বের মুহূর্ত, পিভি সিন্ধুর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়। তোমার খেলার প্রতি কঠোর পরিশ্রম, আবেগ, নিষ্ঠা সবার কাছে অনুপ্রেরণা। অনেক অভিনন্দন তোমাকে।”

Latest article