লন্ডন, ১১ এপ্রিল : যুজবেন্দ্র চাহালের অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের সঙ্গে কথা বলবে তাঁর কাউন্টি দল ডারহাম। ৪১ বছর বয়সি ফ্র্যাঙ্কলিন বর্তমানে এই কাউন্টি দলের কোচ। এক সাক্ষাৎকারে চাহাল জানিয়েছিলেন, ২০১১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তাঁর দুই বিদেশি সতীর্থ ফ্র্যাঙ্কলিন ও অ্যান্ড্রু সাইমন্ডস তাঁর হাত-পা বেঁধে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে দরজায় চাবি দিয়ে চলে যান।
আরও পড়ুন-সিএসকে নিয়ে শাস্ত্রী, ডুপ্লেসিকে নেতা করে জাদেজাকে খোলামনে খেলতে দিলেই ভাল হত
পরের দিন সকালে হোটেলের সাফাইকর্মী তাঁকে উদ্ধার করেছিলেন। সেই সময় চাহাল, ফ্র্যাঙ্কলিন এবং সাইমন্ডস, তিনজনেই ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য। চাহাল বলেছিলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর চেন্নাইয়ের হোটেলে সাইমন্ডস ও ফ্র্যাঙ্কলিন প্রচুর পরিমাণে ‘ফলের রস’ খেয়েছিল। এরপর ওরা আমার হাত-পা বেঁধে ঘরে বন্দি করে পার্টি করতে বেরিয়ে যায়।’’ চাহাল আরও জানান, পার্টি গোটা রাতজুড়ে চলেছিল। পরের দিন সকালে সাফাইকর্মীরা আমাকে উদ্ধার করেন। ওঁরা অবাক হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন-হেরেও আত্মবিশ্বাসী রাহুল
চাহাল বলেন, সেই ঘটনার জন্য ওই দুই বিদেশি তারকা ক্ষমা পর্যন্ত চাননি। চাহালের বক্তব্য, ‘‘ওরা আমাকে বলেছিল, বেশি ‘ফলের রস’ খেলে ওরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।’’
এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। নড়েচড়ে বসেছে ডারহাম কতৃর্পক্ষ। তারা জানিয়েছে, ‘‘আমরা জানতে পেরেছি ২০১১ সালের একটি অনভিপ্রেত ঘটনার সঙ্গে আমাদের কোচিং স্টাফের নাম জড়িয়েছে। যেহেতু ক্লাবের সুনাম জড়িত, তাই কতৃর্পক্ষ ওই কোচিং স্টাফের সঙ্গে কথা বলবে।’’