প্রতিবেদন : যুদ্ধের মধ্যেই পদত্যাগ করেছেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শাতায়েহ (Mohammad Shtayyeh)। তিনি পদত্যাগপত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। গাজায় ইজরায়েলি আগ্রাসন এবং জেরুজালেমে হিংসা বাড়ার প্রতিবাদে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন তিনি। শাতায়েহ (Mohammad Shtayyeh) জানিয়েছেন, প্যালেস্তাইনে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে প্যালেস্তাইনিদের মধ্যে ঐকমত্য তৈরির স্বার্থেই তাঁর পদত্যাগ। যদিও সূত্রের খবর, প্রেসিডেন্ট আব্বাস এখনও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর বিকল্প একজন না পাওয়া পর্যন্ত শাতায়েহকে ওই পদে থাকতে বলেছেন।
আরও পড়ুন- হিমাচল প্রদেশ: দলত্যাগ বিরোধী আইনে ৬ কং বিধায়কের সদস্যপদ খারিজ