“কলেজিয়ামের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া ঠিক”! দাবি করলেন ইউ ইউ ললিত

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের সুপ্রিম কোর্টের কলেজিয়াম পদ্ধতি নিয়ে অসন্তোষ রয়েছে।

Must read

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কলেজিয়াম (Collegium) যে পদ্ধতিতে বিচারপতি (Justice) নিয়োগ করছে সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী (Central Law Minister) কিরেণ রিজিজু (Kiren Rijiju)। সেই নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (U U Lalit)।

আরও পড়ুন-বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, ইন্দ্রনীল-রাজের বিরুদ্ধে নাড্ডাকে চিঠি যুব মোর্চার একাংশের

কলেজিয়াম যে পদ্ধতিতে বিচারপতি নিয়োগ করছে তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দেশের শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি জানান, কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সমস্ত দিক খতিয়ে দেখা হয়। পুরো বিষয়টাই সম্পূর্ণ ভারসাম্য রেখেই করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জানায় শীর্ষ আদালত নিয়োগের জন্য যে সমস্ত বিচারপতিদের নাম প্রস্তাব করেছে তা দিনের পর দিন ঝুলিয়ে রাখছে সরকার। এর ফলে ব্যহত হচ্ছে সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্ম।

আরও পড়ুন-এক ধাক্কায় কলকাতায় তাপমাত্রা ১৮, দেশজুড়ে শীত কবে

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের সুপ্রিম কোর্টের কলেজিয়াম পদ্ধতি নিয়ে অসন্তোষ রয়েছে। তিনি জানিয়েছেন, বিচারপতি নিয়োগের কাজটা কেন্দ্র্রের হাতে থাকাই উচিত।

Latest article