বঙ্গ

বালুরঘাট বিমানবন্দর চালুর সম্ভাবনা ক্রমে জোরালো, পরিদর্শনে রাজ্যের প্রতিনিধিদল

সংবাদদাতা, বালুরঘাট : ক্রমশ জোরালো হচ্ছে বালুরঘাট বিমানবন্দর চালুর সম্ভাবনা। বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে মঙ্গলবার রাইটস ও রাজ্য পরিবহণ দফতরের একটি দল পরিদর্শনে আসায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য, বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ইংরেজ আমলে তৈরি বালুরঘাট বিমানবন্দর। একসময় সেখানে বিমান ওঠানামাও করত।

আরও পড়ুন-৪৬ হাজার বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দিতে পুরসভা তৈরি করছে ৬টি জলাধার

স্থানীয় প্রবীণ মানুষদের থেকে জানা গিয়েছে, ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধ এবং ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সীমান্তবর্তী বালুরঘাট বিমানবন্দরটি ব্যবহারও করেছিল ভারতীয় বায়ুসেনা। যদিও পরবর্তী সময়ে বালুরঘাট বিমানবন্দর গরু-ছাগলের বিচরণভূমিতে পরিণত হয়। রাজ্যে পালাবদলের পর বাম আমলে হতশ্রী হয়ে পড়া সেই বিমানবন্দরটির পরিকাঠামো তৈরিতে বিশেষ উদ্যোগ নেয় বর্তমান তৃণমূল সরকার। রাজ্যের পূর্ত দফতর ১১ কোটি টাকা ব্যয়ে বালুরঘাট বিমানবন্দরে তৈরি করে নতুন রানওয়ে। ২০২২-এর ১৮ ফেব্রুয়ারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, রাজ্য ভূমি দফতর ও রাজ্য পরিবহণ দফতরের প্রতিনিধিদল যৌথভাবে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করে যায়। সূত্র মারফত জানা গিয়েছে বালুরঘাট বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ১৩৮০ মিটার, বড় বিমান ওঠানামার জন্য প্রয়োজন ১৮০০ মিটার রানওয়ে। এ বছর ৩১ জানুয়ারি প্রশাসনিক সভা থেকে বালুরঘাট এয়ারপোর্ট চালুর বিষয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিদ্যাসাগর সেতুতে যান নিয়ন্ত্রণ

মঙ্গলবার সকালে বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনে আসে রাইটস ও রাজ্য পরিবহণ দফতরের ৩ সদস্যের একটি দল। দলটি বিমানবন্দরের সব ধরনের পরিকাঠামো খতিয়ে দেখে। পরিদর্শনকালীন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ডিএলআরও সঞ্জয় পণ্ডিত। এলাকা পরিদর্শন শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রশাসনের নির্দেশমতোই তাঁরা এখানে এসেছেন। রাজ্যের পরিবহণ দফতর বালুরঘাটের বিমানবন্দর চালুর বিষয়ে রাইটসকে এজেন্সি নিয়োগ করেছে। এয়ারপোর্টটি যাতে চালু করা যায় সেই জন্যই তারা পরিদর্শনে এসেছে। পরিদর্শনকারী দল যখন যেমন জানাবে তখন সেরকম পদক্ষেপ করা হবে। সঞ্জয়বাবু বলেন, পরিদর্শনকারী দলটি রানওয়ে দেখে বিস্তারিত রিপোর্ট আমাদের দেবেন। এই এয়ারপোর্টটি দ্রুত চালু হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago