৪৬ হাজার বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দিতে পুরসভা তৈরি করছে ৬টি জলাধার

রাজ্য সরকারের আমরুত প্রকল্পের আওতায় এবার খড়গপুর শহরেও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল পুরসভা।

Must read

প্রতিবেদন : মেদিনীপুর শহরের পর এবার খড়গপুর। রাজ্য সরকারের আমরুত প্রকল্পের আওতায় এবার খড়গপুর শহরেও বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল পুরসভা (municipality)। বাসিন্দারা বাড়ি বসে বিনা খরচেই নির্দিষ্ট পরিমাণে পানীয় জল পাবেন।

আরও পড়ুন-বিদ্যাসাগর সেতুতে যান নিয়ন্ত্রণ

এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ২৬৫ কোটি টাকা। তার মধ্যে ইতিমধ্যেই পুরসভার হাতে ১৪২ কোটি টাকা এসে গিয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হবে এবং তার জন্য কেশপাল এলাকায় জমিও কেনা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। কল্যাণী ঘোষ এনিয়ে জানিয়েছেন, আইআইটি এলাকার একটি ও রেল এলাকার আটটি ওয়ার্ড এই প্রকল্প থেকে বাদ থাকবে। বাকি ২৬টি ওয়ার্ডের বাসিন্দারা প্রকল্পের জল পাবেন। প্রায় ৪৬ হাজার হোল্ডিংয়ে প্রতিটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন-হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে লাগল ‘নো পার্কিং বোর্ড’

এর ফলে উপকৃত হবেন সাড়ে ৩ লক্ষেরও বেশি বাসিন্দা। খড়গপুর পুরসভার উপপ্রধান তৈমুর আলি খান বলেন, আমরুত প্রকল্পে পাম্পের সাহায্যে সরাসরি নদী থেকে জল তোলা হবে। পাইপ লাইনের মাধ্যমে সেই জল কেশপালের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এসে পরিস্রুত হয়ে জলাধারে পৌঁছবে। এর জন্য ছ’টি জলাধার তৈরি করা হবে। এইসব জলাধার থেকেই নতুন পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি এলাকায় দ্রুত পানীয় জল পৌঁছে যাবে।

Latest article