হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে লাগল ‘নো পার্কিং বোর্ড’

পুরো বিষয়টি সিটি পুলিশের আধিকারিকরা নজরে রাখছেন। যে ৩০টি গাড়ি ওখানে রাখা থাকবে তার বিস্তারিত তথ্য পুরসভার কাছে জমা থাকবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে (শৈলেন মান্না স্টেডিয়াম) বেআইনি পার্কিং বন্ধে উদ্যোগী হল পুলিশ ও পুরসভা। হাওড়া সিটি পুলিশের তরফে এদিন স্টেডিয়াম সংলগ্ন জায়গায় নো পার্কিং বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। স্টেডিয়ামে পুরসভার তরফে নির্দিষ্ট সংখ্যক গাড়ি পার্কিংয়ের অনুমতি থাকলেও সেই নিয়মকে তোয়াক্কা না করে সেখানে তার ১০ গুণ বেশি গাড়ি পার্কিং করা হচ্ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন-বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ, ডিম উৎপাদনে সেরা হবে বাংলা

বিষয়টি জানতে পেরেই ‘বেআইনি’ ওই পার্কিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যোগী হয় হাওড়া সিটি পুলিশ ও পুরসভা। অবৈধ ওই পার্কিং সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ ও পুরসভার পদস্থ কর্তারা স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন। তারপরই শৈলেন মান্না স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ‘নো পার্কিং বাই হাওড়া সিটি পুলিশ’ লেখা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। আপাতত ৩০টির মতো চার চাকার প্রাইভেট গাড়ি মাঠের বাইরে স্টেডিয়াম চত্বরে রাখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‍‘‘৩ দিন সময় দেওয়া হয়েছে ৩০টি বাদে বাকি সমস্ত গাড়ি স্টেডিয়াম চত্বর থেকে সরিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে গাড়িগুলি ওখান থেকে সরানো না হলে পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ গাড়িগুলি আটক করবে।

আরও পড়ুন-শিশিরের দুর্নীতি, কুণালের চিঠি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরো বিষয়টি সিটি পুলিশের আধিকারিকরা নজরে রাখছেন। যে ৩০টি গাড়ি ওখানে রাখা থাকবে তার বিস্তারিত তথ্য পুরসভার কাছে জমা থাকবে। তালিকাভুক্ত ওই ৩০টি গাড়ির বাইরে ওখানে আর কোনও গাড়ি পার্কিং করে রাখা যাবে না। অতিরিক্ত গাড়িগুলি বৃহস্পতিবারের মধ্যে ওখান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।’’ পুরসভা ও পুলিশের উদ্যোগে বেআইনি ওই পার্কিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হওয়ায় খুশি শহরবাসী।

Latest article