সংবাদদাতা, হাওড়া : তীব্র দাবদাহের মধ্যে রাজ্যের কোথাও যাতে পানীয় জলের কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে উদ্যোগী হল জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। কোথাও নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছানোর সমস্যা হলে দফতরের পক্ষে তৎক্ষণাৎ সেই এলাকায় জলের গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-মন্ত্রীর জলদান, পুরসভার জলসত্র
পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর তথা জঙ্গলমহলের একটা বড় অংশ-সহ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে প্রচণ্ড গরমের কারণে কোথাও জলের জোগান কমে গেলে জনস্বাস্থ্য কারিগরি দফতর নিচ্ছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা। পানীয় জলের গাড়ি পাঠানোর পাশাপাশি দফতরের ইঞ্জিনিয়ররা সেই এলাকায় গিয়ে সমস্যার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় বুধবার দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়রদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে ঠিক হয়, প্রতিটি জেলার জল সরবরাহ ঠিকঠাক রয়েছে কিনা সেদিকে সবসময় নজর রাখা হবে। কোনও সমস্যা হলে দ্রুত পদক্ষেপ করা হবে। প্রয়োজনে এই ব্যাপারে দফতরের মুখ্য কার্যালয়ে একটি কট্রোল রুম খোলারও চিন্তাভাবনা হচ্ছে।
আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি পাহাড়-সমতলে, ২ জেলায় পড়ল শিলা
পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকায় নলবাহিত পরিস্রুত পানীয় জলের সংযোগের কাজে আরও গতি আনার বিষয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে ফেলার লক্ষ্য বেঁধে দিয়েছেন মন্ত্রী পুলক রায়। প্রতিটি জেলার দফতরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয় এলাকা পরিদর্শন করে পরিস্থিতির ওপর নজর রাখতে। মন্ত্রী বলেন, ‘রাজ্যের কোথাও যাতে পানীয় জলের সমস্যা না হয় সে জন্য পরিস্থিতির ওপর দফতরের পুরো টিম নজর রাখছে। কোথাও জলের জোগান কম হলেই আমরা সেখানে পানীয় জলের গাড়ি পাঠিয়ে পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করছি।’ উল্লেখ্য, মঙ্গলবারই তীব্র গরমে রাজ্যের কোথাও যেন পানীয় জলের সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। এরপরই জনস্বাস্থ্য কারিগরি দফতর প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ করল।