একলপ্তে ৭২ টি রাস্তা তৈরি করবে পূর্ত দফতর 

Must read

একলপ্তে রাজের ৭২ টি রাস্তা তৈরির কাজে হাত দিচ্ছে পূর্ত দফতর (Public Works Department)। দীর্ঘ দিন ধরেই এই রাস্তা তৈরি ও মেরামতির কথা চলছিল। আগে ঠিক হয়েছিল, বিভিন্ন জেলায় জেলাপরিষদ এই রাস্তা তৈরি ও মেরমতির কাজ করবে। কিন্তু দ্রুত কাজ শেষ করার জন্য বদল আনা হয় সিদ্ধান্তে। জেলাপরিষদের থেকে নিজেদের হেফাজতে নিয়ে পূর্ত দফতর (Public Works Department) নিজেরাই টেন্ডার ডেকে ৭২ টি রাস্তার বরাত দেবে।

আরও পড়ুন – বাংলায় ভাষায় লেখা লন্ডনে স্টেশনের নাম : বাংলার সংস্কৃতি-ঐতিহ্যের জয়, টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোমবার মন্ত্রী মলয় ঘটক জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা স্তরে এই রাস্তাগুলি হয় কোথাও ভেঙে গিয়েছে অথবা নতুন করে তৈরি করতে হবে। আর্থিক বরাদ্দ ছাড়াও এই কাজের জন্য প্রয়োজন অত্যন্ত আধুনিক মেশিন ও দক্ষ শ্রমিক। তাই পূর্ত দফতর নিজেদের দায়িত্বেই রাস্তাগুলি তৈরি করে দেবে। এছাড়াও সারা রাজ্যে এই মূহুর্তে মোট ২০৭২ কিমি রাস্তা তৈরি করছে পূর্ত দফতর।

Latest article