মুখ্যমন্ত্রীর উৎসাহে বড় হল পুজো

Must read

অদিতি গায়েন, বার্সেলোনা (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): স্পেনের বাঙালি অ্যাসোসিয়েশন। প্রেসিডেন্ট সঞ্জয় দাশগুপ্ত। তিনিই গল্পটা বলছিলেন। সংগঠনটা যখন শুরু করি তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে চারজন ছিলেন। দিদি (CM Mamata Banerjee) আসছেন শুনে সেই সংখ্যাটা লাফিয়ে বাড়তে শুরু করে। প্রথমে ৮, তারপর সাপ-লুডোর মতো ৯৮। এখন ১০৮ পেরিয়েছে। সৌজন্যে দিদি। বাঙালিদের মধ্যে দিদি তো জনপ্রিয় বটেই, ভারতীয়রাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা শুনেছেন। এখন স্বচক্ষে দেখলেন। সকলেই আপ্লুত। সঞ্জয় মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) জানান, জনাচারেক মিলে তাঁরা পুজো করেন। মুখ্যমন্ত্রী ওঁদের বলেন, বড় করে পুজো করুন। বিশ্ববাংলার লোগো ব্যবহার করুন। বিশ্ববাংলা শারদ সম্মান এবার সরকার বিদেশের পুজোকেও দেবে। সঞ্জয় জানালেন, একেবারে শেষ মুহূর্তে বড় করে পুজোর সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতিমা পাওয়া যাবে না। তাই এবারে শিল্পী যামিনী রায়ের আঁকা প্রতিমার ডিজিটাল চিত্রকেই পুজো করা হবে। সঙ্গে থাকবে স্থানীয় এক বাঙালি পরিবারের ছোট্ট দুর্গা প্রতিমা। বার্সেলোনার বাঙালিরা বলছেন, দিদি পাশে দাঁড়িয়েছেন। সবচেয়ে বড় কথা, বাংলা পাশে রয়েছে। পরেরবার গোটা স্পেনের বাঙালিকে এক করে পুজোকে আসল উৎসবের আকার দেব।

আরও পড়ুন- সংসদে বাংলার নেতাদের অবদান উল্লেখ সুদীপের

Latest article