প্রতিবেদন: রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারতের নাগরিক নন, তিনি ব্রিটিশ নাগরিক (cirizenship)। আর সেকারণেই কংগ্রেস নেতার রায়বেরিলির মনোনয়নপত্র বাতিল করা হোক। রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এবার কমিশনে অভিযোগ জানালেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। গেরুয়া শিবিরের মদতপুষ্ট অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়নপত্র বাতিল করতে হবে। অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক।
আরও পড়ুন-নমুনা দিতে অস্বীকার, নাডার কোপে বজরং, পাল্টা অভিযোগ তারকা কুস্তিগিরের
তাছাড়া মোদি পদবি নিয়ে মানহানি মামলায় রাহুলকে দু’বছরের সাজা দিয়েছে আদালত। তাহলে কমিশন কীসের ভিত্তিতে তাঁর মনোনয়ন গ্রহণ করল? তবে রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কংগ্রেস সাফ জানিয়েছে, রাহুলের নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনও আছে। কিন্তু অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পরও এক প্রার্থী রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানালেন কীভাবে? এর কোনও ভিত্তি নেই। এই বিষয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ভোটের আবহে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। চলতি নির্বাচনে ওয়েনাড় থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস। গত ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ওয়েনাড়ে ভোটও মিটে গিয়েছে। এবার উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্র থেকেও লড়বেন রাহুল। দলের ঘোষণার পর শনিবার রায়বেরেলিতে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তারপরই সামনে এল এমন অভিযোগ। এখন কমিশন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।