নয়াদিল্লি : জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিধানসভা কেন্দ্রগুলির পুনর্বিন্যাস চূড়ান্ত করল ডিলিমিটেশন কমিশন। ডিলিমিটেশন আইন, ২০০২-এর ৯(১)(এ) ধারা এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ এর ৬০(২)(বি) ধারা অনুযায়ী বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টি জম্মু অঞ্চলের এবং ৪৭টি কাশ্মীর উপত্যকায়।
আরও পড়ুন-বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
এর মধ্যে প্রথমবার তফসিলি উপজাতির জন্য ৯টি আসন সংরক্ষিত করা হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি সংসদীয় কেন্দ্রে সমান সংখ্যক বিধানসভা কেন্দ্র থাকবে। অর্থাৎ, ১৮টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে একটি লোকসভা কেন্দ্র হবে। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত ৯টি আসনের মধ্যে ৬টি জম্মু অঞ্চলে এবং ৩টি কাশ্মীর উপত্যকায়। যদিও এই পুনর্বিন্যাস নিয়ে ক্ষুব্ধ সেখানকার বিজেপি বিরোধী দলগুলি।