বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা

প্রয়াত হলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। প্রসঙ্গত ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের।

Must read

প্রয়াত হলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। প্রসঙ্গত ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের। খুব স্বাভাবিকভাবেই শিল্পীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন-খোঁচায় বিদ্ধ

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। কয়েকদিন আগে অসুস্থতার জন্য হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে। তার গলায় অস্ত্রোপচার হয়। তিনি সুস্থই ছিলেন। কিন্তু হঠাৎ আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আইসিইউ-তে নেওয়া হলেও কিন্তু শেষরক্ষা হয়নি। সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-মহাভারত মার্ডারস

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ ঘোষের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন ।
তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২

স্মারক সংখ্যা: ৯৭/আইসিএ/এনবি
তারিখ: ৭/৫/২০২২

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮১ বছর।

তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করে।

তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল।

আমি পার্থ ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article