খোঁচায় বিদ্ধ

ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের দায়িত্বে থাকা ডাচ রাষ্ট্রদূত ক্যারেন ভন উস্তেরমের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত।

Must read

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ডাচ কূটনীতিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন ভারতীয় রাষ্ট্রদূত। ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের দায়িত্বে থাকা ডাচ রাষ্ট্রদূত ক্যারেন ভন উস্তেরমের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে বক্তব্য রাখেন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

আরও পড়ুন-মহাভারত মার্ডারস

তিনি রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত। পরে তাঁর সেই বক্তব্যটির সারমর্ম তিনি ট্যুইটারে পোস্ট করেন। সেখানেই ডাচ কূটনীতিক ক্যারেন লেখেন, আপনাদের রাষ্ট্রসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত থাকা উচিত হয়নি। স্বভাবতই এই মন্তব্য ভালভাবে নেয়নি দিল্লি। তিরুমূর্তি ক্যারেনের উদ্দেশে পাল্টা জবাব দেন। বলেন, আমাদের বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। নয়াদিল্লি জানে, তাদের ঠিক কী করণীয়।

Latest article