আবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) এই বিষয়ে জানান, মনিটারি পলিসি কমিটি (Monetary Policy Committee) সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেপো রেট ৬.৫০ শতাংশেই রাখা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রইল। রিভার্স রেপো রেট(Reverse Repo Rate)-ও অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন-চুরির অভিযোগে ২ কিশোরকে জোর করে মূত্র খাওয়ানোর অভিযোগ, কাঠগড়ায় উত্তরপ্রদেশ
বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, ‘সমস্ত দিক পর্যালোচনা করে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে রাখা হয়েছে।’
আরও পড়ুন-মোদিকে কটাক্ষ রাহুলের, তুলনা করলেন রাবণের সঙ্গে
রেপো রেট অপরিবর্তিত থাকছে বলেই ব্যাঙ্কের সুদের হারও অপরিবর্তিত থাকবে। এছাড়া বাড়বে না ইএমআই। আরবিআই প্রধান জানিয়েছেন, মনিটারি পলিসি কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই জোর দিয়েছেন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধির উপর। বিগত কয়েক মাসে যে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি হয়েছে, সেই নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি।