মোদিকে কটাক্ষ রাহুলের, তুলনা করলেন রাবণের সঙ্গে

রাহুল বলেন, আপনারা সর্বত্র হিংসার কেরোসিন ছড়িয়ে রেখেছেন৷ আপনারা মণিপুরে আগুন ধরিয়েছেন৷ আপনারা একই ঘটনা ঘটাচ্ছেন হরিয়ানাতেও৷

Must read

প্রতিবেদন : লোকসভায় অনাস্থা প্রস্তাব আলোচনার দ্বিতীয়দিনে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। বললেন, মণিপুরকে ভেঙে টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না। পাশাপাশি মোদিকে তীব্র আক্রমণ করে রাহুল বলেন, আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী।

আরও পড়ুন-স্বাদহীন ইলিশ, কারণ জানালেন মৎসমন্ত্রী

রাহুল গান্ধীর কটাক্ষ, দেশের প্রধানমন্ত্রী এখনও মণিপুরে যেতে পারেননি, কারণ তিনি মনেই করেন না মণিপুর ভারতবর্ষের একটা অংশ, তিনি সে রাজ্যকে ভাগ করে দিয়েছেন৷ অথচ চাইলেই কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করে মণিপুর হিংসা রোধ করতে পারত, কিন্তু তা করেনি৷ প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করে রাহুল বলেন, রাম রাবণকে মারেননি, রাবণের অহংকার রাবণকে মেরেছিল। অনাস্থা বিতর্কে হরিয়ানার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, আপনারা সর্বত্র হিংসার কেরোসিন ছড়িয়ে রেখেছেন৷ আপনারা মণিপুরে আগুন ধরিয়েছেন৷ আপনারা একই ঘটনা ঘটাচ্ছেন হরিয়ানাতেও৷

Latest article