সংবাদদাতা, তমলুক : বঙ্গ বিজেপি যেন নদী। কোনওভাবেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। দলে বিদ্রোহ অব্যাহত। এবার দল ছাড়লেন বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায়। রাজ্য নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ৫ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, ‘দীর্ঘদিনের সম্পর্ক আজ শেষ করলাম।’ নেত্রীর লেখা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন-বন্ধ পর্যটন, ব্যবসায়ীদের পাশে সরকার
তনুশ্রী লিখেছেন, ‘বঙ্গীয় বিজেপি বেশ কিছুদিন ধরে শাসকদলের মতো কাজ করছে। বিজেপির বাংলায় একটি ‘বি’ টিম হওয়া রাজ্যের পক্ষে বেদনাদায়ক বিষয়। ভোটপরবর্তী সহিংসতা ইত্যাদির জন্যও দায়ী। আমি কোনওভাবে এর অংশ হতে রাজি নই। তাই আজ থেকে আমি বিনীতভাবে বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ উল্লেখ্য, ২০০৮ থেকে বিজেপির সক্রিয় সদস্য তনুশ্রী। ২০১৩-য় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হন। স্বামী নবারুণ নায়েক রাজ্য বিজেপির সদস্য। তবে কিছুদিন আগেই তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরিয়ে বসানো হয়েছে তপন বন্দ্যোপাধ্যায়কে। স্বামীকে সরিয়ে দেওয়ার অভিমানে তনুশ্রীর বিজেপি-ত্যাগ কি না সে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে রাজ্য বিজেপির ভূমিকায় তনুশ্রী যে রীতিমতো ক্ষুব্ধ, তা স্পষ্ট করে দিয়েছেন। জানিয়েছেন, ‘বিজেপিতে নবাগতদের নিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে। যার ফল ভাল হচ্ছে না।’
আরও পড়ুন-রসাখোয়ার বাউল উৎসব স্থগিত হল
তাঁর কথায়, ‘‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছি। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি যে আরও ভাল ফল করতে পারত তা আমরা জানি। কিন্তু রাজ্য সংগঠনের কাজকর্ম সদর্থক নয়।’’ তনুশ্রীর স্বামী নবারুণ এখনও দলে রয়েছেন। এ প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘‘স্বামীর মতামতকে শ্রদ্ধা করি। তবে আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে।“
তনুশ্রীর দলত্যাগ প্রসঙ্গে তমলুক জেলা বিজেপি-র সদ্যনিযুক্ত সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি আমাদের অত্যন্ত পরিচিত একজন নেত্রী। কিন্তু ঠিক কোন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। খোঁজ নিয়ে মন্তব্য করব।’’