সংবাদদাতা, জঙ্গিপুর : দুর্গাপুজোর সমাপ্তি, আসছে কালীপুজো। মণ্ডপে মণ্ডপে আবার ভিড় করবে মানুষ। এদিকে বর্ষার আগমনে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ বা অপরাধ দমনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও নজির গড়ছে পুলিশ। দাঁড়িয়ে থেকে আহিরণ আউট পোস্টের অফিস ইনচার্জ অরিন্দম সেনের নেতৃত্বে রাস্তা ঠিক করে দিল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ।
আরও পড়ুন-উত্তরকাশীতে তুষার ধসে মৃত্যু হল পর্বতারোহীর
সোমবার সুতি ১ ব্লক আহিরণ গ্রামপঞ্চায়েতের সাহায্য নিয়ে। আহিরণ হল্ট থেকে ব্যারেজ গেট পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে যে খানাখন্দ ছিল সেগুলো ভরাট করে দিলেন। পঞ্চায়েত ও পুলিশের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। যে রাস্তাটি ঠিক করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিই জঙ্গিপুরের সঙ্গে সংযোগকারী প্রধান রাস্তা। কিন্তু একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে। সেই রাস্তাটিই সুগম হওয়ায় সবাই খুশি। পুলিশ আধিকারিক অরিন্দম সেন বলেন, ‘রাস্তাটির দুরাবস্থা এবং দর্শনার্থীদের অসুবিধা দেখে গ্রামপঞ্চায়েতের সহযোগিতা নিয়ে মেরামত করে দিয়েছি। এতে মানুষের উপকার হবে, এটাই আনন্দের।’