মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) ভেলোর (Vellore) জেলায়। জানা গিয়েছে এক ১৮ মাসের শিশুকন্যাকে সাপে কামড়েছে। অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে দিকে রওনা দিলেও রাস্তা খুব খারাপ তাই যেতে পারেনা অ্যাম্বুলেন্স। ৬ কিলোমিটার হেঁটে শিশুটিকে নিয়ে যেতে হয়। সমস্যা হল ততক্ষণে সাপের বিষ ছোট্ট শিশুটির গোটা শরীরে ছড়িয়ে গিয়েছে।জানা গেল হাসপাতালে যাওয়ার আগে মৃত্যু হয় শিশুর। । পরিবারের তরফে জানা গিয়েছে রাস্তা ঠিক থাকলে এবং হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারলে শিশুটি বেঁচে যেত।
আরও পড়ুন-অনলাইন প্রতারণার ফাঁদে পড়লেন সুব্রত ভট্টাচার্য
মৃত শিশুটি ভেলোর জেলার ধানুশকা গ্রামের বাসিন্দা ছিল বলে জানা যায়। ধানুশকা গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব অনেকটাই কিন্তু রাস্তা খুব খারাপ। অ্যাম্বুলেন্স বা অন্য কোনও গাড়ি যাওয়া সম্ভব নয়। হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। রাস্তার অবস্থা যে খারাপ সেটা স্বীকার করে নিয়েছেন ভেলোর জেলা কালেক্টরেট।