‘একাল ও সেকাল’, টুইটারে ছবি শেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারের সেকাল এবং একাল। দুটি ছবি নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে শেয়ার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Must read

সরকারের সেকাল এবং একাল। দুটি ছবি নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে শেয়ার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। যদিও এরপর তিনি নিজে থেকে কিছু লেখেননি। প্রসঙ্গত ছবির উপরের দিকে স্বাধীনতার পরে জওহরলাল নেহেরু সহ অন্যান্যদের একটি ছবি রয়েছে। সেখানে ওপরে লেখা After Independence। নীচে একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর সাধু সন্ত। একপাশে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন-রাস্তা খারাপ, অসুস্থ শিশুকে নিয়ে ৬ কিলোমিটার হেঁটে হাসপাতালে, মৃত্যু পথেই

একটি ছবি সাদাকালো অন্যটি সদ্য তোলা। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি নতুন সংসদ ভবনের অনুষ্ঠান নিয়ে তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মনে করছেন একটি ধর্মকেই প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কোনও মন্তব্য না করে দুটি ছবি শেয়ার করেছেন। ফেসবুকে মুখ্যমন্ত্রী এই ছবি শেয়ার করার পরে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

আরও পড়ুন-অনলাইন প্রতারণার ফাঁদে পড়লেন সুব্রত ভট্টাচার্য

সেখানে অনেক ধরণের মন্তব্য এসেছে। একজন লিখেছেন, ‘একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রাণকেন্দ্র রাষ্ট্রের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে উপেক্ষা করে ধর্মীয় মানুষদের সমাগম ঘটিয়ে উদ্বোধন করা হল দুর্ভাগ্য ভারতবর্ষের।’

 

 

Latest article