অভিষেকের সভা ঘিরে হাওড়ায় উদ্দীপনা, রেকর্ড গড়বে জমায়েত

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগের মাধ্যমে মানুষের কথা শুনতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, হাওড়া : তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগের মাধ্যমে মানুষের কথা শুনতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ও ৪ জুন হাওড়া নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রা করবেন তিনি। এই কর্মসূচিকে ঘিরে হাওড়ায় তৃণমূল কর্মীদের উৎসাহ তুঙ্গে। সদর এবং গ্রামীণ দুই এলাকাতেই জোর প্রস্তুতি চলছে। কীভাবে এই কর্মসূচি রূপায়িত তা নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ নেতৃত্ব একটি বর্ধিত সভা করে।

আরও পড়ুন-‘একাল ও সেকাল’, টুইটারে ছবি শেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, দলের হাওড়া জেলা (গ্রামীণ) সভাপতি ও বিধায়ক রাজা সেন, চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক সুকান্ত পাল, ডাঃ নির্মল মাজি, বিদেশ বসু, কালীপদ মণ্ডল, প্রিয়া পাল, হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ দলের আরও অনেকে। কীভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানো বৈঠকে তা নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে এই কর্মসূচিতে রেকর্ড ভিড়ের টার্গেট রেখে সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে। প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রাস্তা খারাপ, অসুস্থ শিশুকে নিয়ে ৬ কিলোমিটার হেঁটে হাসপাতালে, মৃত্যু পথেই

৩ জুন শনিবার হাওড়ায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাগনান লাইব্রেরি মোড় থেকে জনসংযোগ যাত্রা শুরু হবে। সেখান থেকে বাগনান-শ্যামপুর রোড ধরে গিয়ে খালোড় কালীবাড়িতে পুজো দেবেন তিনি। তারপর শ্যামপুরে একটি জনসভা করবেন। এরপর গড়চুমুক হয়ে যাবেন উলুবেড়িয়ার রঘুদেবপুর ফুটবল মাঠে। সেখানে দলীয় কর্মীদের নিয়ে অধিবেশনে যোগ দেবেন।

Latest article