বনসহায়ক নিয়োগে মামলার অনুমতি

রাজ্যের বনসহায়ক পদে ২ হাজার জনের একটি প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

Must read

প্রতিবদেন : রাজ্যের বনসহায়ক পদে ২ হাজার জনের একটি প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার অনুমতি দিয়েছে বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। কিছুদিন আগে বনসহায়ক পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন-অভিষেকের সভা ঘিরে হাওড়ায় উদ্দীপনা, রেকর্ড গড়বে জমায়েত

তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে খবর রয়েছে যে, বনসহায়কের প্যানেল তৈরি নিয়ে কারসাজি হয়েছে। সেই বিষয়টিই এবার পৌঁছল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। রাজ্যের বনসহায়ক পদে যে ২ হাজার জনের প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বিষয়ে মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলা করার অনুমতি দেন বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। তবে দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি উচ্চ আদালত। গ্রীষ্মাবকাশের পর হাইকোর্ট খুললে নির্দিষ্ট বেঞ্চেই এই মামলাটি শোনা হবে৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলাটি সরে যায়।

Latest article