বাতিলের আগেই ২০০০-এর নোটে না

ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু ক্রেতাকে। এমনই ছবি ধরা পড়েছে দুর্গাপুরের মুচিপাড়া বাজার, আসানসোলের হটন রোড ইত্যাদি বাজারে

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : মোদির ভ্রান্তনীতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলতি ২০০০ টাকার নোট এ দেশে বৈধ থাকবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে এই মে মাস থেকেই দুর্গাপুর ও আসানসোলের বেশ কিছু বাজারে ২০০০ টাকার নোট নেওয়া বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীদের একাংশ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু ক্রেতাকে। এমনই ছবি ধরা পড়েছে দুর্গাপুরের মুচিপাড়া বাজার, আসানসোলের হটন রোড ইত্যাদি বাজারে।

আরও পড়ুন-বনসহায়ক নিয়োগে মামলার অনুমতি

মুচিপাড়ায় একটি ফলের দোকানে এক ক্রেতা প্রায় ৫০০ টাকার ফল নিয়ে একটি ২০০০ টাকার নোট দেন। ফল বিক্রেতা সাফ জানিয়ে দেন ২০০০ টাকার নোট নিতে পারবেন না। ক্রেতারা বলেন কেন এ নোট তো এখনও বাতিল হয়নি তবুও নেবেন না কেন? কথায় কথায় উত্তেজনা বাড়ে। কিন্ত ২০০০-এর নোট কিছুতেই তাঁকে দেওয়া যায়নি। এরই মধ্যে এমনই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বেশ কয়েকজন ক্রেতার। কিছু ফলের দোকান, মাছ-মাংসের দোকান এবং মুদিখানা দোকানের মালিক সাফ জানিয়ে দিচ্ছেন তাঁরা ২০০০ টাকার নোট নেবেন না। পানাগড় বাজারেও সেই একই চেহারা। ইস্পাত কর্মী গৌতম পাল বলেন, মোদি সরকার কখন কী সিদ্ধান্ত নিচ্ছে তার ফলে চরম সঙ্কটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে ফের নোটবন্দির স্মৃতি ফিরে আসছে সাধারণ মানুষের।

Latest article