অর্থনৈতিক উন্নয়নে বণিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ, এফএসবিসিসিআই-এ আইনমন্ত্রী

Must read

সংবাদদাতা, আসানসোল : ‘‘আসানসোল ও দুর্গাপুর এই দুই মহকুমায় সন্নিবেশিত হয়েছিল অসংখ্য শিল্প কারখানা। একসময় এদের সঙ্গে তুলনা করা হত রুউর-এর, জার্মানির বিখ্যাত শিল্পশহর। কিন্তু সুদীর্ঘ বাম আমলে এই শিল্পাঞ্চলের গরিমা ভূলুণ্ঠিত হয়েছে। দেশের শিল্পের মানচিত্র থেকে ক্রমেই হারিয়ে গিয়েছে এই রাজ্য। বামেদের দিশাহীন জঙ্গি আন্দোলন শেষ করে দিয়েছিল রাজ্যটাকে। ২০১১-য় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সেই হতাশার ছবিটা।’’ শনিবার ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (FSBCCI) আয়োজিত এক সভায় এ কথা বললেন আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। দক্ষিণবঙ্গের ১১টি জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত রাজ্যের অন্যতম বৃহৎ এই বণিক সংগঠনের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে মলয় (FSBCCI- Malay Ghatak) বলেন, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের বণিক সংগঠনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন শিল্পোদ্যোগী তৈরির ক্ষেত্রে বণিক সংগঠনগুলিকেই ইতিবাচক ভূমিকা নিতে হবে। মলয় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) ইতিমধ্যেই রাজ্যে কৃষির পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পের সার্বিক বিকাশ ঘটানোর লক্ষ্যে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন। বিশেষত কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পস্থাপনে আগ্রহ প্রকাশ করে অনেকেই জমির জন্য আবেদন করছেন। অনুষ্ঠানে সভাপতি রাজেন্দ্রপ্রসাদ খৈতান(Rajendra prasad Khaitan), সাধারণ সম্পাদক শচীন রায় (Sachin Roy) প্রমুখ ছিলেন।

আরও পড়ুন: বিজেপির আগ্রাসী রাজনীতি রুখতে পথে নামার ডাক মন্ত্রীর

Latest article