কটকেও বাইরে থাকলেন উমরান

Must read

মুম্বই : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা আরও বাড়ল উমরান মালিকের (Umran Malik)। প্রথম ম্যাচে সুযোগ পাননি। রবিবারও মাঠে নামার সুযোগ পেলেন না তরুণ ফাস্ট বোলার। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন, উমরান দারুণ প্রতিভাবান। তবে ওকে আরও উন্নতি করতে হবে। যদিও এই বিষয়ে দ্রাবিড়ের সঙ্গে একমত নন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। বরং তাঁর দাবি, উমরান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি।

আরও পড়ুন: হার্দিকে আস্থা রাখছেন সানি

এই প্রসঙ্গে বেঙ্গসরকারের বক্তব্য, ‘‘প্রত্যেকেরই আলাদা আলাদা মত থাকতে পারে। কিন্তু আমি মনে করি, এবারের আইপিএলে উমরান (Umran Malik) যে গতিতে প্রায় নিখুঁত লাইন ও লেংথে বল করে গিয়েছে, তাতে ওর সুযোগ প্রাপ্য। বিশেষ করে, এই সিরিজটা যখন ঘরের মাঠে হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘গত দশ বছরে উমরান আমার দেখা অন্যতম সেরা প্রতিভা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সম্পূর্ণভাবে তৈরি। ওর মধ্যে ফাস্ট বোলারসুলভ আগ্রাসন পুরো মাত্রায় আছে। যদি নিজেকে ফিট রাখতে পারে, তাহলে ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলবে।’’

Latest article