প্রতিবেদন : জল্পনা ছিল, যুদ্ধের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে অবসরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)। মার্কিন গোয়েন্দাদের দাবি ছিল, তিনি গুরুতর অসুস্থ, তাই ছুটিতে রয়েছেন। এবার পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এক রুশ ধনকুবের জানিয়েছেন, দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন। তিনি খুবই অসুস্থ। পাশাপাশি প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টিলেরও দাবি, রুশ প্রশাসনের এক কর্তাব্যক্তির কাছ থেকে তিনি জানতে পেরেছেন খুবই অসুস্থ পুতিন। এই ক্রিস্টোফার স্টিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন। স্টিলের সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে স্কাই নিউজে। পুতিনের কাছের ওই ধনকুবের আবার জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের কিছুদিন আগেই পুতিনের পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল। ব্লাড ক্যানসার উপশমের লক্ষ্যেই এই শল্যচিকিৎসা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ধনী ব্যবসায়ীর দাবি, রাষ্ট্রপতি পুতিনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাঁর আক্ষেপ, অকারণে যুদ্ধ শুরু করে পুতিন রাশিয়ার অর্থনীতি প্রায় ধ্বংস করে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, পুতিন (President Vladimir Putin) একটি আস্ত পাগল।
আরও পড়ুন: প্রয়াণেও ওয়ার্নের পাশেই সিমো