প্রতিবেদন : ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সুত্রে খবর, মঙ্গলবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশার পাশাপাশি এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আরও পড়ুন-বিশ্বভারতীতে পোশাক বিতর্ক
মঙ্গলবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের ফলে মহালয়ার আগে গোটা দক্ষিণবঙ্গে বড়সড় দুর্যোগ নেমে আসতে চলেছে বলেই দাবি আবহাওয়ার দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। উপকূলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।